আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয় শিকাগোর হে মার্কেটে। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো দিবসটি বাংলাদেশেও পালিত হয়। প্রতি বছর ঘুরে মে দিবস আসে আর যায়, দিবসটিকে ঘিরে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করলেও বাস্তবে সমাজে এখনও শ্রমিক অধিকার প্রতিষ্ঠা পায়নি। দেশের গার্মেন্টস সেক্টরে রোবটের মতো মানুষকে কাজ করতে হচ্ছে। সেখানে এখনও প্রতিষ্ঠিত হয়নি শ্রমিকের ন্যায্য মজুরী। এখনও দেশের শ্রমিকদের তাদের ন্যায্য পারিশ্রমিকের জন্য আনন্দোলন সংগ্রাম করতে হয়।
মহান মে দিবস উপলক্ষে কুড়িগ্রামের শ্রমিক নেতৃবৃন্দ কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাসান আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোস্তম আলী, কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাঙ্ক লড়ী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আয়নাল হক, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল হক, পরিবহন শ্রমিক নেতা আমিনুর রহমান বাচ্চু সকল শ্রমিক পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষেরা তাদের শ্রম দিয়ে যাবেন। তবে মালিকরাও শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন; এটাই প্রত্যাশা সকলের।
#