গোপালগঞ্জে জুলাই গণ- অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায়, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে সোমবার (১৪ জুলাই) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের বিপরীতে ও শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের সামনের ফাঁকা জায়গায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন এ বাংলাদেশকে তারুণ্যের উন্মাদনায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও মাসব্যাপী গৃহীত কর্মসূচি তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জুলাই গণ- অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর রক্ষণাবেক্ষণের জন্য সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন বলে গণমাধ্যমকে জানান।
এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) মোঃ গোলাম কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, এনএসআই -এর উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মুনমুন পাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন -অর-রশীদ, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, এনডিসি রন্টি পোদ্দার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, মোহাম্মদ আতাউর রহমান,
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন,
জুলাই গণ- অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার নিকট আত্মীয়-স্বজন সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।