বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টানা ২৬ বছর গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালনকারী সাবেক সফল আমীর ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য, গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, এ্যাডভোকেট মোঃ আজমল হোসেন সরদার।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত “জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খান, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আবদুল্লাহ এবং উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. মোঃ আজমল হোসেন সরদার তার বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুত্থান ছিলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী ঘোষণা। ইনশাআল্লাহ আমরা সেই পথেই অগ্রসর হবো—ন্যায়, উন্নয়ন ও ঈমানের আলোকে।”
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।