1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫১ Time View

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (১১ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, তোমরা পরিবার ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে কখনো একাকীত্ব বোধ করবে না। এখানে তোমরা একা নও। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো তোমাদের পাশে থাকবে।

এসময় শিক্ষার্থীদের নোংরা রাজনীতির চর্চা না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করার বিষয়ে আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এছাড়া র‌্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নবীন শিক্ষার্থীদের কেউ কোনো ধরনের র‌্যাগিংয়ের শিকার হলে সরাসরি প্রক্টরকে জানাবে। আমরা কোনো ধরনের র‌্যাগিং বরদাস্ত করবো না। শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় উন্মুক্ত।
অনুষ্ঠানসমূহে বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category