1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

পাবনায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৫ Time View

 

পাবনার ভাঙ্গুড়ায় কৈডাঙ্গা রেলব্রিজের নিচ থেকে নাসির হোসেন নয়ন নামে এক কলেজ ছাত্রের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী ) সকালে উপজেলার শরৎনগর রেলস্টেশনের আউটারের কৈডাঙ্গা ব্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহিত নয়নের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাৎপুর উপজেলার লাউতারার প্রতারিয়া গ্রামে ও ইকবাল হোসেনের ছেলে, সে ঢাকার কোন এক কলেজে পড়াশোনা করত।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, রাত্রের কোন এক সময় ঢাকা টু রাজশাহী গামী কোন একটি ট্রেনের আঘাতে, আঘাত প্রাপ্ত হয়ে ব্রিজের নিচের পানিতে পরে ছিল। পরে এলাকাবাসী দেখতে পেয়ে স্হানীয় ভাঙ্গুড়া থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভাঙ্গুড়া থানা পুলিশ। নিহত ব্যক্তির পরনে ছিল সবুজ নীল শার্ট ও জিন্সের প্যান্ট।

ভাঙ্গুড়া থানা কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ট্রেনে আঘাত প্রাপ্ত নিহত ব্যক্তির পকেট থেকে মোবাইলফোন পাওয়া গেছে। সেই ফোনের কললিস্টে থাকা কয়েকটি নম্বরে ফোন করে তার পরিচয় শনাক্ত করে আত্মীয় স্বজনকে খবর দেয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়েছ। এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category