1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

গোপালগঞ্জে নবাগত ডিসি মোঃ আরিফ -উজ-জামানের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

 

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামানের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল পৌনে ৪ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ মত বিনিময় সভায় জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একজন সেবক হিসেবে এ জেলায় তিনি যোগদান করেছেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি মুক্ত একটি পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক সমাজ গড়তে এবং প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন। আর এ জন্য তিনি জেলায় কর্মরত সকল পেশাদারী গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, এনডিসি অনিরুদ্ধ দেব রায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category