1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৩৮ Time View

 

গোপালগঞ্জে ২০২৫ সনে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন গোপালগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওলি উল্লাহ।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার মুহতামিম ও জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুর রহমান, কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

আমন্ত্রিত অতিথিগণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সর্বপ্রথম মহতি এ অনুষ্ঠানের আয়োজন করায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের সকলকে অভিনন্দন জানান। এ সময় গোপালগঞ্জ কোর্ট মাদ্রাসার মুহতামিম ও জামে মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান বলেন, বিগত ৩৪ বছর যাবত আমি গোপালগঞ্জে বসবাস করছি কিন্তু দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ইতোপূর্বে প্রশাসনের পক্ষ থেকে কোন সংবর্ধনা দেওয়া হয়নি। বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগে এবছর তাদেরকে সংবর্ধিত করায় তিনি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে অংশ নেওয়ায় সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার বক্তব্যে তিনি বলেন, আগামীতে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্তির সংখ্যা যেন অবশ্যই বৃদ্ধি পায় আর মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের এ ধারা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।
এছাড়াও তিনি গোপালগঞ্জ মুসলিম এতিমখানার সামনে নান্দনিক ক্যালিওগ্রাফি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান। পরে তিনি আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম রকিবুল হাসান,
এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, ভবানীপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আঃ কাদের ও মুহাদ্দিস মাওলানা আহমেদ উল্লাহ, কাজুলিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, নিলাহ মাঠ মাদ্রাসার মুহতামিম ও মেসার্স মাওলানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা ফখরুল আলম, দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থী- শিক্ষক ও অভিভাবকগণ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category