1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অভিযানে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ কয়ায় জনমনে স্বস্তি

কেএম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধিি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬০১ Time View

 

জনস্বার্থে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহাজাহান সিরাজের যৌথ অভিযানে বুধবার (৫ নভেম্বর) উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের তাড়াইলে ও রাধাগঞ্জ ইউনিয়নের বুজুর্গকোনা মাদারবাড়ীর মৎস্য খামারের সামনে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, কতিপয় অসাধু প্রভাবশালী মৎস্য খামারী সরকারি খাল, সরকারি ব্রীজের নিচে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং সাধারণ জনগণের বসতবাড়ি ও সরকারি রাস্তার পাশে কোন ধরনের স্থায়ী প্রটেকশন না দিয়ে মৎস্য চাষ করার ফলে উক্ত স্থানদ্বয়ের অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়।

এসময় কোটালীপাড়ার সকল মৎস্য খামারীদের উদ্দেশ্যে ভবিষ্যতে এহেন সকল প্রকার অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকর নির্দেশ প্রদান করা হয়, তা না হলে পরবর্তীতে জরিমানা ও সরকারি বিধি- বিধানের নিয়মের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জনানো হয়।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করায় স্থানীয় কৃষক, জেলে ও এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এসময় কোটালীপাড়া জুড়ে প্রভাবশালী মৎস্য খামারীদের দ্বারা নির্মিত সকল প্রকার অবৈধ বাঁধ দ্রুত অপসারণের দাবি জানান তারা বিশেষ করে পুনরায় দখল হওয়া কুশলা- রাধাগঞ্জ খালটি তারা দ্রুত অপসারণের দাবি জানান। এ বিষয়টি নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত উপজেলা প্রশাসন খালটি অবমুক্ত না করায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category