1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ইউটিউবে সাফল্যের শিখরে ১৩ বছরের রায়াত: পেলো ইউটিউব সিলভার প্লে বাটন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭ Time View

 

ইউটিউবে সাফল্যের শিখরে ১৩ বছরের রায়াত: পেলো ইউটিউব সিলভার প্লে বাটন।

“ফুটবল ও রোনালদোর” প্রতি ভালোবাসা থেকেই জনপ্রিয় ইউটিউবারে পরিণত সপ্তম শ্রেণির ছাত্র তাহসিন শাহরিয়ার রায়াত। মাত্র ১৩ বছর বয়সেই অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে অসাধারণ সফলতা অর্জন করেছে তাহসিন শাহরিয়ার রায়াত। ফুটবল ও বিশ্বখ্যাত তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেন্দ্র করে নির্মিত তার ইউটিউব চ্যানেল “OP GOOD BOY RAYAT” ইতোমধ্যেই ১ লাখ ২৪ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই অর্জনের স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ রায়াতকে সম্মাননা স্বরূপ সিলভার প্লে বাটন প্রদান করেছে।

রায়াত খুলনা সরকারি সালাউদ্দিন ইউসুফ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি তার রয়েছে গভীর আগ্রহ। প্রিয় ফুটবলার রোনালদোকে অনুকরণ করে মাঠের খেলায় যেমন মনোযোগী, তেমনি ইউটিউবে রোনালদো ও ফুটবলভিত্তিক তথ্য, বিশ্লেষণ এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করে সে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে।

রায়াতের বাবা, মোঃ জাহাঙ্গীর আলম রায়হান—স্বেচ্ছাসেবী সংগঠন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান। তিনি বলেন,
“ছেলের এই সাফল্য আমাদের পরিবারের জন্য গর্বের। ফুটবলের প্রতি তার ভালোবাসা তাকে নতুন এক সম্ভাবনার পথে নিয়ে যাচ্ছে। আমরা তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এই কামনা করি।”

এত অল্প বয়সে বড় পরিসরের দর্শক তৈরি করে রায়াত প্রমাণ করেছে—নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতা থাকলে বয়স সাফল্যের পথে বাধা নয়। রোনালদোকে আদর্শ মানা এই কিশোর ভবিষ্যতে আরও বড় অর্জন করবে—এমনটাই প্রত্যাশা পরিবারের পাশাপাশি তার অনুসারীদেরও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category