1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড।

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪০০ Time View

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে হবিগঞ্জ জেলার নিয়োগ পরীক্ষা উপলক্ষে হবিগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকালে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম ‍মুরাদ আলি।

সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে ব্রিফ করেন এবং সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, “বাংলাদেশ পুলিশের এই নিয়োগ পরীক্ষায় দুর্নীতির কথা কেউ যেন কল্পনাও করতে না পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ নিরপেক্ষ ভাবে মেধার ও যোগ্যতার ভিত্তিতে সেরাদের সেরা প্রার্থীকে বাছাই করা।” তিনি পরীক্ষার্থীদের সাথে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা এবং সম্মানের সাথে ব্যবহার করার আহবান জানান।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার, দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী , সহকারি সার্জন পুলিশ হাসপাতাল ডাঃ প্রসূন কান্তি দেব,
শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ ফারহানা ইসলাম,, হবিগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ।উল্লেখ্য, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে হবিগঞ্জ জেলা থেকে ২৮০০ জন প্রার্থী সঠিক ভাবে আবেদন করেছেন। যার মধ্যে পুরুষ প্রার্থী ২৩৮০ জন, নারী প্রার্থী ৪২০ জন। প্রথম ধাপে আগামীকাল ২ মার্চ. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category