1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ ছাতক থানা পুলিশের অভিযানে ৮জন পলাতক আসামী গ্রেফতার

কে এম শহিদুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩০২ Time View

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে ৮জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই শফিকুল ইসলাম, এসআই মোঃ শাহীন হোসেন, এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এএসআই মারুফ আল মুকিত, এএসআই শরীফুল ইসলাম, এএসআই প্রদীপ কুমার দাশসহ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে ৫ই মার্চ সিআর ওয়ারেন্টভূক্ত ৭ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। ্সামীরা হল মকবুল মিয়া (৪০), শহিদ মিয়া (৩০), ছাইক মিয়া (২৫), আতিক মিয়া (২৮), সর্ব পিতা-মৃত কলমদর আলী, এছাড়াও ছোট মিয়া (২৫), পিতা-আয়না মিয়া, সাং-ঝিগলী সুলেমানপুর, ফকির আলী বাবুল (৩০), পিতা-মৃত আব্দুল মছব্বির, সাং-শিবনগর, শিরিষ রবি দাস @ সিরিজ রবি দাস, পিতা-মৃত পাছুরাম রবি দাস, সাং-কৃষ্ণনগর (দক্ষিনপাড়া), সর্ব থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ এবং ছাতক থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০৩/২৩খ্রি. এর এজাহার নামীয় ১ জন আসামী রুমন মিয়া (২৮), পিতা-মাহমুদ আলী, সাং-কুমারদানী, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জসহ সর্বমোট ৮জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের যাথাযথ পুলিশ এস্কট্রের মাধ্যমে অদ্য ৫ই মার্চ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category