সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকায় অফিসার ইনচার্জের নির্দেশক্রমে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুব ছিদ্দিকী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ১৬ই মার্চ ২০২৩ বেলা ২ ঘটিকায় দিরাই থানাধীন কুলঞ্জ ইউনিয়নের ভাইটগাঁও গ্রামের বিবিয়ানা নদীর উত্তর পাড়ে সরকারী বেড়িবাঁধের উপরে অভিযান পরিচালনা করে ফজলু মিয়া (৪০), পিতা-বীর মুক্তিযোদ্ধা মৃত আসাদ মিয়া, গ্রাম-রুয়াইল, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত ব্যক্তির সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে বিশেষভাবে রক্ষিত ২ কেজি মাদকদ্রব্য (গাঁজা), যার আনুমানিক মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। উক্ত বিষয় ধৃত আসামীর বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##