1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

মুকসুদপুরে সরকারি জায়গার মাটি কেটে বিক্রির দায়ে এক ইউপি সদস্যের কারাদন্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৭৬ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুরের ১২ নং- গোহালা ইউনিয়নের সুইজগেটে অবৈধভাবে নদীরপাড় থেকে মাটি কাঁটা ও বিক্রির অপরাধে সালাউদ্দিন শেখ মান্দার (৪৫) নামের এক ইউপি সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার গোহালা ইউনিয়নের সুইচগেট এলাকায় এ অভিযান পরিচালনা করে এক ইউপি সদস্যকে এ কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা।

এসময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ
উপস্থিত ছিলেন

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোহালা ইউনিয়নের সুইচগেট এলাকায় সরকারি জায়গার মাটি কেটে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলো সালাউদ্দিন শেখ। পরে খবর পেয়ে বিকালের দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় ভেকু (মাটি কাঁটার মেশিন) দিয়ে নদীর পাড় খনন ও মাটি কাঁটায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ১২নং গোহালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category