1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

৭ নারী বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৯৩ Time View

 

গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১ টায়
শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী।

অনুষ্ঠানে আমন্ত্রিত সকলে দাঁড়িয়ে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করেন। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক (ক্রেস্ট) তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী। এর আগে তিনি নারী বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিদেরকে নিজ হাতে উত্তরীয় পরিয়ে দেন।

অত্র প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) এ এস এম এম কাদেরের অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর।

এসময় সংবর্ধিত নারী বীর মুক্তিযোদ্ধা রিভা বেগম, রাশেদা খানম, কল্পনা রানী সাহা, ইচ্ছা বসু, গৌরী বল, মিসেস রোকেয়া শিরিন,
হেনা বেগম, আমেনা বেগম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ আলমগীর হোসেন, সহ প্রতিষ্ঠানের চিকিৎসক-নার্স, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর অত্র কর্মস্থলে এক বছর পূর্তি উপলক্ষে কেক কাঁটা হয়। এরপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category