কুড়িগ্রামের উলিপুরে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম রহমান (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে ফুলবাড়ী উপজেলার মধ্যকুটি চন্দ্রখানা গ্রামের সেকেন্দার বাদশার পুত্র।
পুলিশ জানায়, বুধবার (২২ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার গুনাইগাছ মোড়ে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামন থেকে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ শামীম রহমানকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।