ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় শুক্রবার সকালে বরিশাল থেকে পাথরঘাটাগামী বিআরটিসি বাস বিদ্যুতের ঝুলানো তারে জড়িয়ে প্রথমে বিদ্যুতের খুঁটি পরবর্তীতে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও ১২ জন আহত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে উন্নত চিকিৎসার বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন। ৪ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছে। নিহতদের লাশ ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
রাজাপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে আসে। সড়কে যান চলাচল স্বাভাবিক।
নিহত হয়েছে ১। মেহেদী(৪৫)- সুপারভাইজার
২। পারভেজ(৩৫)-যাত্রী
আহতরা হলো
১। সাবু মোল্লা(৪০), পিতা-আঃ রাজ্জাক, সাং-বরিশাল, থানা ও জেলা-বরিশাল (ড্রাইবার) চিকিৎসাধীন
২। সাথী(৩৩), স্বামী-জিয়াউল হক, সাং-বামনা, বরগুনা (বরিশাল রেফার)
৩। ইমু(২০), স্বামী-শুক্কুর, সাং-কাকচিড়া, বরগুনা (চিকিৎসাধীন)
৪। মোমেনা(৪৫), স্বামী-আলমগীর, সাং-কাকচিড়া, বরগুনা (চিকিৎসাধীন)
৫। তানজিলা(৩১), স্বামী-মনিরুল ইসলাম, দুমকি পটুয়াখালী, (চিকিৎসা শেষে চলে গেছে) বরগুনার কৃষি অফিসার।
৬। অমল দেবনাথ (৫৮), পিতা -কার্তিক দেবনাথ, সাং-পাথরঘাটা বরগুনা, (চিকিৎসাধীন)
৭। মন্টু হাওলাদার (৫৫), পিতা-আঃ ছত্তার হাং, সাং-রুপাতলী, বরিশাল,(বরিশাল রেফার)
৮। শহিদুল খান (৫৭), পিতা-মৃত কোব্বাত আলী খান, সাং-উত্তর পিপলীতা, ঝালকাঠি, (এ্যাডভোকেট)(চিকিৎসাধীন)
৯। রাহুল(৪০), পিতা-অজ্ঞাত, (চিকিৎসা শেষে চলে গেছে)
১০। জাহানারা বেগম (৫৫), স্বামী-মজিবুর, সাং-আমুয়া, নলসিটি ঝালকাঠি (চিকিৎসাধীন)
১১। কোবির মোল্লা(৩৫), পিতা- সামসুল হক, সাং-পাথরঘাটা বরগুনা (চিকিৎসাধীন)
১২। রিতা দেবনাথ (৩৫), স্বামী-অমল দেবনাথ, সাং- পাথরঘাটা বরগুনা(চিকিৎসা শেষে চলে গেছে)