1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

নওগাঁ মহা‌দেবপুর থানা কর্তৃক বি‌শেষ অ‌ভিযানে ওয়া‌রেন্টভুক্ত আসামী ০৭(সাত)জন গ্রেফতার

মোঃ মিজানুর রহমান মানিক নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩৫২ Time View

 

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক ম‌হোদ‌য়ের প্রত্যক্ষ নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল সাহেবের নেতৃত্বে, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মহা‌দেবপুর থানা এলাকায় বিশেষ অ‌ভিযান প‌রিচালনা করে ১ । সিআর- ৪৭/২৩ এর আসামী মোঃ আতাউর রহমান, পিতা- মোঃ নইমদ্দীন সরদার, সাং- বি‌নোদপুর ২ । নারী ও শিশু মামলা নং- ৫০৪/২০ এর আসামী মোঃ কাওছার আলী, পিতা- মৃত ইসমাইল, সাং- হরেকৃষ্ণপুর ৩ । সিআর-৬৪৪/২২(মহাঃ) এর আসামী এ‌স্তে সাহা আলম আলী মোল্লা, পিতা- এ‌স্তে ফানুস আলী মোল্লা, সাং- মহা‌দেবপুর (ক‌লোনীপাড়া) ৪ ।সিআর-৪০৩/২০(মহাঃ) এর আসামী মোঃ রতন আলী, পিতা- মোঃ আসলাম, সাং- মহা‌দেবপুর ৫ । নারী ও শিশু মামলা নং- ৪১০/১৯ এর আসামী মোঃ এলাহী মন্ডল, পিতা- মোঃ ই‌দ্রিস আলী মন্ডল, সাং- হাজরাপকুর ৬ । নারী ও শিশু মামলা নং-৪১০/১৯ এর আসামী মোঃ নাজমুল হো‌সেন @ বাবু, পিতা- মোঃ আজাহার আলী, সাং- হাজনাপুকুর ৭ । নারী ও শিশু মামলা নং- ৪১০/১৯ এর আসামী মোছাঃ বিল‌কিস বেগম, স্বামী- মোঃ এলাহী মন্ডল, সাং- হাজরাপুকুর, সর্বথানা- মহা‌দেবপুর, জেলা- নওগাঁ‌দে‌রকে ওয়া‌রেন্টমূলে গ্রেফতার পূর্বক অদ্য ইং ১০/০৪/২০২৩ তারিখ বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category