1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ

মোঃ আহাজ উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪২৫ Time View

 

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।

আজ বুধবার ১৯ এপ্রিল সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুযোগ্য জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেন, আমরা সাতক্ষীরা জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। তিনি সকল নিয়োগ প্রাপ্তদের আগামী দিনে ‘চাকরি নয়, সেবা’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান। এ সময় তিনি নিয়োগপ্রাপ্ত সকলকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category