1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ৮টি ঘর, পুড়ে যাওয়া ঘরে ৩বছরের ঘুমন্ত শিশুর ঝলসানো মরদেহ উদ্ধার।

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৪০৩ Time View

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২নং আখানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে চতুরাখোর গ্রামে রান্না ঘরে আগুন লেগে ৩ পরিবারের ৮ টি ঘর সহ নগদ অর্থ ও ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ বছরের শিশু মো:মোস্তিকিম নামে এক শিশু ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

৩০ এপ্রিল রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মোস্তাকিম একটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করারও সময় পায়নি পরিবারের সদস্যরা। সে ঘরের মধ্যে পুড়ে মারা গেছে। এ সময় ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে শিশুটির ঝলসানো মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে।

আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের তিন পরিবারের প্রায় ৫ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে এছাড়াও তাদের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।’

শিশুটির বাবা রতন আলী দিনমজুর। তাঁর দাবি, ঘরে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category