সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ চৌকস পুলিশ অফিসার মোঃ শওকত হোসেন সংঙ্গীয় ফোঁস নিয়ে ১১ ই মে ২০২৩ রাত ০৮’১৫ ঘটিকা সময় জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৩০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করে, আটককৃত ব্যক্তির নাম রোনাল্ড জেতরা (৩৫) পিতা মৃত লজারুস জেতরা, মাতা প্রীতিলতা জেতরা, সাং বানিয়ারচর, থানা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ। এ সময় একজন পালিয়ে যায়, পলাতক আসামীর নাম,প্রীতিলতা জিতরা স্বামী লজারুস জেতরা ,সাং বানিয়ারচর, থানা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া জানিয়েছেন যে মামলা রজু করা হয়েছে।