:ঝালকাঠি জেলার রাজাপুরের আব্দুর রব মেম্বার ও বেলায়েত হোসেন হত্যা মামলার ২৪ দিন পরে এজাহার ভুক্ত চার আসামীকে গত ১৭ ই এপ্রিল রাতে ঢাকা ও নেত্রকোনা থেকে র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল ৮ এর প্রেস বিফিংয়ে এই তথ্য জানানো হয়।
আটকৃত হল মোঃখাদেম হোসেন ,মোঃ সজল পিতা :মোঃ মোঃ খাদেম হোসেন। মোঃরাজন হোসেন পিতা মোঃখাদেম হোসেনকে এই তিন জনকে ঢাকা থেকে গ্রেফতার করে। অপর আসামি মোঃ শহীদকে নেত্রকোনা জেলা থেকে গ্রেপ্তার হয় বলে জানান র্যাব ।
উল্লেখ্য গত ২৪ শে মার্চ রাতে রাজাপুর উপজেলার জগইরহাট এলাকায় অজ্ঞাতনামা ১০থেকে ১৫জনে অস্ত্র দিয়ে কুপিয়ে আঃ রব (৬০), পিতা: মৃত মফেজ হাওলাদার ও মোঃ বেলায়েত হোসেন (৫০), পিতা: মৃত মকবুল হোসেনকে হত্যা করে। হত্যাকান্ডের পর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে পুলিশ আটক করে।
হত্যাকান্ডের পরের দিন নিহত আ:রব মেম্বারের ছেলে মোঃ লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এখন পর্যন্ত এই মামলায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।