ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের উদ্যোগে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্বদেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন মুক্তিযুদ্ধের বিপক্ষীয় শক্তি বিএনপির নেতা আবু সাইদ চাঁদ নামের কুলাঙ্গার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। প্রধানমন্ত্রীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হুমকিদাতাকে প্রচলিত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।