1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

ঝালকাঠি’তে স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪১৮ Time View

 

ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে ঝালকাঠি স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন জুনাঈদ আহমেদ পলক প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি )

সভাপতিত্ব করেন ফারাহ্ গুল নিঝুম জেলা প্রশাসক ঝালকাঠি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির ,উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ,পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মইনুল হক।
এছাড়াও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানান শ্রেণী-পেশার মানুষ মেলায় অংশগ্রহণ করেন।

মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনায় অংশ নিতে পেরেছেন তরুণ-তরুণীরা। অনুষ্ঠানে ২২ জন নারী উদ্যোক্তাকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রধান করা হয়।

এসময় বক্তারা বলেন, কর্মসংস্থানের পিছনে নয় বরং প্রার্থীর দোরগোড়ায় কর্মসংস্থানের সুযোগ এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category