কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নাজিম খান ইউনিয়নে বাছড়া রোডে মল্লিক বেগ “কুটি পাড়া” আব্বাস আলী বাড়ির সামনে ট্রাক্টর ও ট্রলি মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ট্রলিটি নাজিম খান থেকে বালু নিয়ে বাছড়া বাজার যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অপর দিকে বাছড়া থেকে আসা ট্রাক্টর টি মোড় নিতে গেলে মুখোমুখি সংঘর্ষে ট্রলিটি পুকুরে পড়ে যায়।
এতে গুরুতর আহত ড্রাইভার সবুজ সহ শফিকুল গুরুত্ব আহত হন। পরে এলাকার লোকজন এসে আহত ব্যক্তিদের কে কুড়িগ্রাম সদর হাসপাতাল নিয়ে যায়। কিন্তু শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারণে রংপুরে প্রেরণ করেন। কিন্তু রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু শফিকুল ইসলামের বাড়ি নাজিম খান ইউনিয়ন রতিরাম পাঠানপাড়ার পূর্ব (শেখপাড়া)। আব্দুল বাড়ির ৩য় ছেলে। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। শফিকুলের পরিবারে বৃদ্ধ বাবা মা ও তার দুই সন্তান এক ছেলে এক মেয়ে রয়েছে।
রাজার হাট থানার তদন্ত অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনাটি তদন্ত করে নিশ্চিত করেছেন।