ঝালকাঠি জেলা যুবলীগের আয়োজনে শনিবার বিকেল চারটায় ঝালকাঠি পৌর শহরের আমতলা রোডে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন আলহাজ্ব আমির হোসেন আমু, (এমপি )
সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সভাপতি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তিনি বলেন বিএনপি-জামাত আন্দোলনের নামে জ্বালাও পোড়াও মানুষ হত্যা জনগণের জালমানের ক্ষতি সাধনের চেষ্টা করলে তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা দেশের শান্তি চাই কোন অশান্তি যেন বিএনপি-জামাত তৈরি করতে না পারে সেদিকে যুবলীগের নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক লাল ঘোষ, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,সাইদুর রহমান জুয়েল, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, তানিন তালুকদার, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ রেজাউল করিম জাকির, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঝালকাঠি জেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ কামাল শরীফ, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঝালকাঠি জেলা শাখা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হোসেন শুক্তি, সভাপতি, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগ,আলী আজগর আকাশ, সাধারণ সম্পাদক, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগ।
শান্তি সমাবেশে যোগ দিতে বিভিন্ন শ্লোগান নিয়ে সমাবেশ স্থানে যুবলীগের নেতৃবৃন্দ যোগ দেন।
নেতৃবৃন্দরা বলেন আমরা শান্তি চাই বাংলাদেশে কোন অশান্তি বিএনপি জামাতকে করতে দিব না। বিএনপি-জামাত দেশের কোন অশান্তি সৃষ্টি করতে চাইলে আমরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করব।