১৮ জুলাই ২০২৩ইং ফরিদপুর জেলার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষায় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের
সভাপতি জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এ সময় পুলিশ সুপার বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশের পদোন্নতির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার্থীর সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হবে।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষা কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।