১৮ ই জানুয়ারি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তালতলায় এলাকায় বাস চাপায় আফজাল হোসেন (৬৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
নিহত আফজাল হোসেন জেলা শহরের তালতলা এলাকার রাইয়ান অটোর সিকিউরিটি গার্ড ছিলেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল বাস রজনীগন্ধার চাপায় তালতলা এলাকায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ডিউটির জন্য শোরুমে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তালতলায় এলাকায় বাস চাপায় আফজাল হোসেন (৬৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।