1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ জুন ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

মুকসুদপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল বালা (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করতে ছিলেন তিনি। পরে খবর পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা অপরাধ স্বীকার করায় তাকে এ কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত বাদল বালার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চক কুরুলিয়া গ্রামে। সে মৃত কাশীনাথ বালার ছেলে।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের প্রতিহত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category