1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে রাজশাহীর পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শোক র‌্যালিতে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩০৪ Time View

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের প্রতি রাজশাহী মহানগরের কাজিহাটায় বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পস্তবক অর্পণ করেন জনাব মো. সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী।

তিনি রাজশাহীর সিঅ্যান্ডবি মোড় হতে শিল্পকলা একাডেমি পর্যন্ত শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন। এরপর শিল্পকলা একাডেমিতে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

রাজশাহীতে জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিশেষ অতিথি মো. আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাদী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তা ছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তী-সহ রাজশাহীস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতীথযশা সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ ও সুধী সমাজের অংশীজন।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর সু্যোগ্য পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম বলেন, ১৯৭১ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের একদল বিপদগামী সেনাদের বুলেটের আঘাতে নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও তাঁদের পরিবারের সদস্যগণ শহিদ হন। এখনও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চক্রান্তকারী বিপক্ষ শক্তি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর আঘাত হানার চেষ্টা করছে। একাত্তরের সেই বিপক্ষ-শক্তি যেন আর কখনও আমাদের ক্ষতি করতে না পারে, সে-দিকে আমাদের সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category