ঝালকাঠি শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২৯শে আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে আগামী ১লা সেপ্টেম্বর শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে অনুষ্ঠিতব্য সংগঠনের ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির।
সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু।
সভায় সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি নেতাকর্মীদের দলে দলে ছাত্র সমাবেশে যোগদানের আহ্বান জানানো হয় এবং ঝালকাঠি জেলা হতে সর্বমোট ২ হাজার ছাত্রলীগ নেতাকর্মী লঞ্চযোগে সমাবেশে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।