1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪২০ Time View

 

দু’দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকাল ৫ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

এসময় ৩ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের পর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী শৃংখল মুক্তির মহানায়কের প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফরোত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়া দেশের চলমান উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে সড়ক পথে বিকাল ৪ টা ৫৬ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সমাধি সৌধের ১ নং গেট দিয়ে সমাধিসৌধে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ৫ টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ৫ টা ৩৫ মিনিটে ১নং গেট দিয়ে বের হয়ে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন। আগামীকাল বুধবার দুপুরে সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা রওয়ানা দেওয়ার কর্মসূচী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category