1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রুহিয়া পশ্চিম ইউনিয়নে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৯২ Time View

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৫ অক্টোবর ) বিকেলে রামনাথ হাট প্রগতি মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন আব্দুর রশিদ সভাপতি সদর উপজেলা আওয়ামী যুব লীগ ও ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ।
ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি ফিরোজ ইফতেখার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ আপেল।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক শাহজালাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ গোলাম মোস্তফা সরকার সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী যুব লীগ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রুহিয়া থানা আওয়ামী লীগ সহ সভাপতি অনিল কুমার সেন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু প্রমূখ।
এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রুহিয়া থানা আওয়ামী লীগ সহ সভাপতি মকবুল হোসেন, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ থানা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ আপেল বলেন-উন্নয়ন মাতা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন অঞ্চলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরে ব্যাপক কাজ চলছে। যা অন্য কোনো সরকারের সময় হয়নি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন-গত যেসব নির্বাচনে জনগণ যেভাবে আওয়ামী লীগের প্রার্থীদের জয়যুক্ত করেছেন, উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ঠিক সেভাবে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের জয়যুক্ত করবেন বলে আমার বিশ্বাস।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে এবং জেলা যুব লীগের সভাপতি আব্দুল মজিদ আপেল সভাপতি পদে একজন প্রার্থী থাকায় ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি ফিরোজ ইফতেখারকে পূনরায় সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থীর মধ্যে ইউপি সদস্য ভয়েল কুমার সেন রিবন ও দুলাল হোসেন থাকায় পরে সমঝোতার মাধ্যমে ইউপি সদস্য ভয়েল কুমার সেন রিবনকে সাধারণ সম্পাদক, দুলাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category