1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

বঙ্গবন্ধু সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১২ অতিরিক্ত ডিআইজি’র শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩২১ Time View

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১২ পুলিশ কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিসিএস ১৫তম, ২০তম ও ২৪তম (পুলিশ) ব্যাচের সদস্য এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা অতিরিক্ত ডিআইজি মোঃ মুশফেকুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ শাহরিয়ার আলম, মোঃ আনিছুর রহমান, মোঃ জাহিদ হোসেন ভূইয়া, সৈয়দ মোসফিকুর রহমান, মোহাম্মদ হায়াতুন নবী, মোহাম্মদ আশিকুল হক ভূইয়া, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম, জেরিন আখতার বিপিএম, মোহাম্মদ ইউসুফ আলী, আব্দুল্লাহ আল জহির বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর অতিরিক্ত ডিআইজিগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। পরে তারা টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন। এরপরে সকলেই নিজ গন্তব্য রাজধানী ঢাকার মালিবাগের উদ্দেশ্যে রওনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category