1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

বরিশাল বাকেরগঞ্জে ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোঃ শাহীন হাওলাদার বরিশাল জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৪ Time View

 

বরিশালের বাকেরগঞ্জে ৩টি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারে ৩টি ঔষধের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রির কারণে এসব জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হকের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কার্যালয়ের ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক অদিতি স্বর্ণা। অভিযানে সালেহা হোমিও হলকে ১০ হাজার টাকা, মেসার্স তহসিলদার মেডিকেলকে ৮ হাজার টাকা ও বিসমিল্লাহ্ ফার্মেসিকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক বলেন, বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে ওষুধের দোকানগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে লাইসেন্স না থাকায় ড্রাগ আইনে অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category