1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

মোঃ মিজানুর রহমান মানিক নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩১০ Time View

 

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাছড়া মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিমুদ্দিন মৃধার ছেলে বাচ্চু মৃধা, গণপুর গ্রামের মৃত আলেপের ছেলে শহিদুল ইসলাম, মৃত নাজিমুদ্দিনের ছেলে হাফিজুর রহমান, মহাদেবপুরের মালাহার গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন বাবু ও আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, ছোরা, কাস্তে, চাকু, লোহার রডসহ ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার ওসি মোঃ রুহুল আমিন বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে একজন ছাড়া প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category