1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

মুকসুদপুরে সরকারি জায়গার গাছ কেটে ভবন নির্মাণ, বাঁধা দেওয়ায় সরকারি কর্মচারীদের লাঞ্ছিতের অভিযোগ

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বৌ-বাজার এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়ক সংলগ্ন সরকারি খাস জমিতে অবৈধভাবে একাধিক গাছ কেটে বহুতল বিশিষ্ট পাকা স্থাপনা নির্মাণ করছেন টিনা হীরা নামের প্রভাবশালী এক নারী। অবৈধভাবে ভবন নির্মাণের খবর পেয়ে জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ ইমরান ও মৃত্যুঞ্জয়কে টিনা হীরার লোকজন রাজিব ও জুয়েল গং- এরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও অভিযুক্ত টিনা নামের ওই নারীর বিরুদ্ধে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তারের একাধিক অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।

এবিষয়ে ভুক্তভোগী অফিস সহায়ক মোঃ ইমরান ও মৃত্যুঞ্জয় ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন আমরা খবর পেয়ে রোববার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে উক্ত বিষয়ে ওই এলাকায় সরেজমিনে গিয়ে খোঁজখবর নেওয়ার একপর্যায়ে রাজিব মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং আমাদেরকে ছবি ও ভিডিও করতে বাধা প্রদান করে। পরে আমরা সেখান থেকে ফিরে এসে বিষয়টি আমাদেরস্যার জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইমারত হোসেনের নিকট জানালে। তিনি স্যারদেকে বিষয়টি জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত রাজিব মাতুব্বর ঘটনা অস্বীকার করে বলেন, আমি তাদেরকে লাঞ্ছিত করিনি। তাহলে কেন আপনি সেখানে গেলেন? সরকারি কাজে বাঁধা দিলেন? জানতে চাইলে তিনি বলেন, টিনা হীরা আমার আত্মীয় হয়। আপনি বিকালে অফিসে আসেন, সরাসরি কথা হবে।

জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘটনায় জড়িত রাজীবের বিরুদ্ধে ইউএনও এবং এসিল্যান্ড স্যারকে বিষয়টি জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category