1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের অভিযানে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার-২

কে এম শহিদুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০৫ Time View

 

সুনামগঞ্জের শাল্লা থানার এসআই যীশু দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১০০ বস্তা ভারতীয় চিনি ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করে। গতকাল বুধবার (১৭ জানুয়ারি ২০২৪ খ্রি.) দিবাগত রাত সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানাধীন কালনী নদীর মাদ্রাসা ঘাটে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত শাল্লা থানার সবজিমহল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আজহার মিয়া (৪২) এবং একই থানার নাছিরপুর গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে মোঃ জিহান মিয়া (১৯)কে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ১টি ইঞ্জিন চালিত নৌকা তল্লাশি করে ৪ হাজার ৮ শ’ কেজি (১০০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৬ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে শাল্লা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category