1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

ক্রেতা সেজে ইয়াবা বিক্রেতাকে ধরলেন Rab-১২

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৫৬৩ Time View

 

পাবনার ফরিদপুরে ক্রেতা সেজে মনিরুল ইসলাম (৩৫),ও পলাশ সরদার (৩০) নামে দুই মাদক কারবারিকে (ইয়াবা সহ) আটক করেছে পাবনা RAB -১২। গত শুক্রবার (২২শে মার্চ ) রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর উপজেলার বি এল বাড়ি গ্রামের ভোট ঘর এলাকা থেকে ওই ইয়াবা কারবারিকে আটক করে পাবনা- rab12। এসময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করা ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পাবনা জেলা rab-12 বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারি মনিরুল ইসলাম ও পলাশ সরদার ইয়াবার একটি চালান নিয়ে বি এল বাড়ি ভোট ঘর এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে সাদা পোশাকে অভিযান চালানো হয়। ক্রেতা সেজে এক ১০০পিস ইয়াবা ক্রয় করে মনিরুল ও পলাশকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে আরও ১০০পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযুক্ত মনিরুলের পিতার নাম আব্দুস সালাম ও পলাশের পিতার নাম কুদ্দুস মেম্বার, তাদের দুজনের বাড়িই বি এল বাড়ি গ্রামে।

Rab-12 আরও জানান, মনিরুল ও পলাশ পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি । তারা বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা সরবরাহ করতো ও সেবন করতো।

তিনি জানান,মনিরুল ও পলাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ক্যাপশনঃ ইয়াবা সহ মাদক কারবারি আটক

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category