1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

সাতক্ষীরা ভোমরা সীমান্তে এক কেজি ওজনের কোটি টাকার স্বর্ণসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি

আহাজউদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৭৪ Time View

 

সাতক্ষীরা ভোমরা সীমান্তে এক কেজি ওজনের কোটি টাকার স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি। রবিবার (০৭ জুলাই) সকালে সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ওই স্বর্ণ চোরাচালানিকে আটক করা হয়েছে। আটক চোরাকারবারির নাম মাসুদ রানা (২৬)। সে ভোমরার লক্ষ্মীদাঁড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সকালে একটি চৌকষ আভিযানিক দল
উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে উক্ত স্থান হতে বাংলাদেশি নাগরিক মোঃ মাসুদ রানাকে আটক করে বিজিবি। পরবর্তীতে তাকে তল্লাশী করে বড় একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ০৬৭ গ্রাম, ৫০০ মিলিগ্রাম । যার মূল্য এক কোটি সাত লক্ষ তেত্রিশ হাজার সাতশত তেরো টাকা। স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারটি সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category