1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার নিবন্ধন পাওয়ায় আনন্দ উৎসব 

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৫১ Time View

 

“প্রতিবন্ধীদের অবহেলা নয় সঠিক পরিচর্যাই পারে ওদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে”‌ এ  প্রতিপাদ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাটিয়া ব্রিজ লোহাইড় এ প্রতিষ্ঠিত মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার নিবন্ধন পাওয়ায় আনন্দ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান।

মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজনীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি তারিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আঃ সালাম মোল্লা।

এসময় দৈনিক আমাদের সময় পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,  মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার প্রতিনিধি বাদশাহ মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সহ-দপ্তর সম্পাদক ও সমকন্ঠের প্রকাশক আরটি হাসান, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার প্রতিনিধি জসিমউদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সম্প্রতি প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর (যুউঅ/গোপা/২০১৭-৮৭) হাতে পাওয়ায় সকলে কেক কেটে আনন্দ উৎসব করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category