1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

” দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী” হতে রাজস্বখাতে স্থায়ীকরণের লক্ষে স্মারকলিপি প্রদান

নিজস্ব ডেক্সঃ
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৯৪ Time View

 

সিজিএ কার্যালয় ও এর আওতাধীন সিএএফও’তে কর্মরত সকল “দৈনিক হাজিরা ভিত্তিক” কর্মচারীবৃন্দ আজ ২১/০৮/২০২৪ ইং তারিখে ১ দফা দাবিতে আন্দোলন করে এবং স্মারকলিপি প্রদান করে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাই আমাদের কাঙ্খিত স্বাধীনতা। এ দেশ এবং দেশের মানুষ কখনোই পরাধীনতা মেনে নেয়নি। দেশ বিনির্মানে সেই ১৯৭১ সাল অদ্যাবধি ছাত্রসমাজের রয়েছে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অবদান। প্রতিবাদ করেছে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে এসে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা। “স্বাধীন বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”-শ্লোগানে মুখরিত হচ্ছে সমগ্র দেশবাসী। যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সমগ্র বাংলাদেশ পরিবর্তন হয়েছে, ন্যায্য দাবীসমূহে উপস্থাপন করে সকলেই কাঙ্খিত ফলাফল পাচ্ছে, সেখানে আমাদের সাথে এই বৈষম্য কেন? বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমাদের নিম্নোক্ত দাবীসমূহ মেনে নিতে হবে-

০১। বয়স শিথিল করে অবিলম্বে ” দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী” হতে চাকুরী রাজস্বখাতে স্থায়ীকরণ করতে হবে এবং সে লক্ষ্যে আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করতে হবে ও একটি লেয়াজু কমিটি গঠন করতে হবে (যারা মন্ত্রণালয়ে ভ্যাটিংয়ের মাধ্যমে দ্রুত ফাইল অনুমোদন করবেন) পাশাপাশি লেয়াজু কমিটিতে ০৩(তিন) জন সমন্বয়কে রাখতে হবে।

০২। স্ব স্ব পদে রাজস্বখাতে স্থায়ীকরণ করতে হবে, যদি অর্গানোগ্রামে কোন পদ না থাকে তাহলে নতুন করে পদ সৃষ্টি/সৃজন করতে হবে।

০৩। চাকুরী স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত কোনপ্রকার বেতন/হাজিরা বন্ধ রাখা যাবে না এবং চাকুরী হতে ছাঁটাই করা যাবে না।

০৪। চাকুরী স্থায়ীকরণের বিষয়টি দ্রুত আমলে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category