1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

গোপালগঞ্জ সাইক্লিং কমিউনিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৮৮ Time View

 

গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটি-এর উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের কর্মীদের সহযোগিতায় গত শুক্রবার (২৩ আগস্ট) গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন ও কবরস্থানসহ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটির সভাপতি- হোসাইন নূর, সাধারণ সম্পাদক- সৌরভ খান, ফাহিম হাসান, সাকিব হোসেন হৃদয়, সূর্য দাস, সালমান, মুশফিকুর রহমান, সাজিম সরদার, মুনতাসির আনান, ফাহানুর রহমান, শরাফত হোসেন লাবিবসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটির সভাপতি- হোসাইন নূর বলেন, “আমরা যে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি তা চলমান থাকবে এবং আমরা সাইকেলিং করার সময় রাস্তার যেখানে বৃক্ষরোপণের জন্য খালি জায়গা রয়েছে তা চিহ্নিত করে বৃক্ষরোপণ কার্যক্রমকে বেগবান করার চেষ্টা করব।”

এছাড়াও সাইকেলিং গ্রুপের সদস্য ও গোপালগঞ্জ জেলার ইয়ামাহা মোটরসাইকেল এর ডিলার সাকিব হোসেন হৃদয় বলেন, “সামান্য পৃষ্ঠপোষকতাই পারে আজকের এই ছোট ছোট মেধাবীদের মেধাকে দেশের জন্য উদ্ভুদ্ধ করতে। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জন্য হলেও যুবসমাজকে বৃক্ষরোপণসহ সকল সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমে উৎসাহিত করা।”

প্রসঙ্গ, গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটি দীর্ঘদিন ধরেই গোপালগঞ্জে নানা সামাজিক কার্যক্রমের পাশাপাশি সাইকেলিং এর উপকারীতা ও সৌন্দর্যকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category