1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৬, আহত- ২৫ জন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৯ Time View

 

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদেরকে উদ্ধার করেন।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন খুলনা জেলার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), সাকিবুর রহমান (৩৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত আরো ২ জনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত আরেকজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category