1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ Time View

 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদ‌ আলম লস্কার, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত হোসেন বিশ্বাস, বীণাপাণ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক যুগল কিশোর, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়দেব প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে।

এছাড়াও জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category