1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

টুঙ্গিপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি তাহিন শেখকে গ্রেপ্তার

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭১ Time View

 

মাদক, চাঁদাবাজি ও ছিনতাই সহ মোট ১৩ টি মামলার আসামি তাহিন শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়া থানার নবাগত অফিসার ইন চার্জ (ওসি) খোরশেদ আলমের নির্দেশে এসআই সাজিদুল ইসলাম সোহাগ -এর নেতৃত্বে টুঙ্গিপাড়া থানার একটি চৌকস দল আলোচিত আসামি তাহিন শেখকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোঃ মোতালেব শেখের ছেলে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। এ সময় তিনি বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছিলো। এসব বিষয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩টি মামলা হয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার (২৬ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত তাহিন শেখকে আদালতে সোপর্দ করা হলে বিচারিক আদালত তাকে গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category