1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবি’র ভিসি অধ্যাপক হোসেন উদ্দিন শেখরকে ফুলেল শুভেচ্ছা

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ Time View

 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. হোসেন উদ্দিন শেখর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক। তাকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১—এর ১০(১) ধারা অনুযায়ী ড. হোসেন উদ্দিন শেখরকে ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ করা হলো। নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন—ভাতাদি এবং অন্যান্য সুযোগ—সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে, বশেমুরবিপ্রবি’র শিক্ষকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা নবাগত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক হোসেন উদ্দিন শেখরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহণ করেছেন। নবাগত ভিসি’র বলিষ্ঠ নেতৃত্বে গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি শিক্ষা প্রতিষ্ঠানটি সকল ক্ষেত্রেই এগিয়ে যাবে এমন প্রত্যাশা শিক্ষক
-শিক্ষার্থী -অভিভাবকবৃন্দ ও সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category