1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বশেমুরবিপ্রবি’র প্রশাসনের বক্তব্য

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদের বিপরীতে চুক্তিভিত্তিক হিসেবে একজনের নিয়োগ প্রদানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে বিষয়ে প্রশাসনের বক্তব্য।
দেশের পরিবর্তীত পরিস্থিতিতে সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদে নতুন করে নিয়োগ প্রদান করেছেন। নবনিযুক্ত উপাচার্যের স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকে গতিশীল করার স্বার্থে প্রশাসনিক পদে রদবদল বা নতুন নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে। সম্প্রতি অত্র বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করে সেকশন অফিসার পদের বিপরীতে আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ’ কে এক বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সময়সাপেক্ষ বিধায় তাকে সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এখতিয়ারভুক্ত ও প্রচলিত প্রথা। এই নিয়োগের বিষয়টি পরবর্তী রিজেন্ট বোর্ড সভায় উপস্থাপন করা হবে। সর্বোপরি, এই নিয়োগটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক প্রয়োজনে প্রদান করা হয়েছে।
উল্লেখ থাকে যে, আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category