1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

মাদারিপুর আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

মোঃ সাহজাহান তালুকদার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাদারীপুর জেলা
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ Time View

 

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। আওয়ামী লীগ সরকার পতন হলেও থেমে নেই তাদের প্রভাব। প্রতিদিন দাপটের সঙ্গে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকায় হুমকিতে রয়েছে কৃষি জমি ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। জানা গেছে, মাদারীপুর জেলার বালু মহলের গডফাদার  আড়িয়াল খাঁ নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর অল্প কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও।
সরেজমিন গিয়ে দেখা যায়, মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীর গোড়নের মাথা নামক স্থানে নদীতে রাতের অন্ধকার ও দিনের আলোতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আর এসব বালু বিভিন্ন পয়েন্টে বিক্রি হচ্ছে। এবং তরা ব্রিজের দক্ষিণে রাজা চর তিন নদীর মোহনায় নদীতে ড্রেজার দিয়ে সকাল-সন্ধ্যা বালু তোলা হচ্ছে।
নদীর আশেপাশে গ্রামের কৃষকরা বলেন, বালু উত্তোলনের সিন্ডিকেট নিয়ে কয়েক দফা মারামারি হলেও কয়েকদিন ড্রেজার বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। আমাদের এলাকার লোকজন এসে সকালে বাধা দিয়েছিল, কিন্তু এরা শুনেনি। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে প্রতিবছর আমাদের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে।
একদিকে যেমন বেপরোয়া হয়ে উঠছে নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, অন্যদিকে ভেকু দিয়ে ফসলের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটায় প্রশাসনের কাছ কাছে অনুরোধ তদন্তপূর্বক এসব অর্থলোভীদের শাস্তির আওতায় আনার দাবি গ্রামবাসীর। এবং সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জোর দাবি করেন গ্রামবাসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category