1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২২৯ Time View

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরে ভেসে ওঠে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শনিবার (০৮ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ ওই লাশটি উদ্ধার করেছে। পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃনাল মজুমদার পুকুরের ওপরে মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তর পাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, নিউটন মজুমদারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত ওই লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category