1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৩৫ Time View

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক নাজমুন নাহার । শিশু শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি।

সোমবার সকালে প্রায় আধা ঘণ্টা ক্লাস নেন তিনি। এ সময় তিনি বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন।

ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনা ছাড়া ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। অধ্যবসায়ী মানুষ সফল হবেই। মন দিয়ে পড়াশোনা করতে হবে। যার স্কিল বেশি থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে।

। তথ্য ও প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন করে নিজেদেরকে সেরা স্থানে নিয়ে যেতে হবে। বাবা-বাবা-মায়ের কথা শুনতে হবে। শিক্ষকরা যে পড়াশোনা দেন তা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে।

শিক্ষকেরা বলেন, ইউএনও স্যার যখন ক্লাসে ঢোকেন, তখন বুঝতেই পারিনি তিনি ইউএনও। অল্প সময়ের জন্য হলেও তিনি শিশুদের সাথে মিশে গেছেন।

 

প্রধান শিক্ষক বলেন, ইউএনও স্যার আকস্মিক স্কুলে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। স্যারকে এভাবে পেয়ে আমরা সবাই খুশি। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category